"আদিবাসী", নাকি "উপজাতি" নাকি "ক্ষুদ্র নৃ-গোষ্ঠী" এ ধরনের কোন বিতর্কে আপাততঃ জড়াতে চাচ্ছি না । কোন একটা পক্ষ নিয়ে অন্য পক্ষকে আহত ও করতে চাচ্ছি না। তবে একথা অস্বীকার করার কোন উপায় নাই যে, মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার অন্যতম স্বীকৃত মানবাধিকার এবং বাংলাদেশে পাবর্ত্য চট্রগ্রামে যেই আদিবাসী বা "উপজাতি" বা "ক্ষুদ্র নৃ-গোষ্ঠী" আছে তাদের শুধুমাত্র এবং শুধুমাত্র ভাষার অধিকার নিয়ে একটু পড়াশুনা করতে চাই । আমার রেফারেন্সসহ জানার খুব ইচ্ছা । আছেন নাকি কেই একটু আওয়াজ দিবেন। সামু তে আগে মাঝে মাঝে দেখেছি, তখন আগ্রহ থাকলেও পড়া হয়ে উঠেনি, এখন পড়তে চাচ্ছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।