"অ্যাবসার্ড" মাহবুব আলীর ইন্টার্নীর সময়কার ঘটনা।
অর্থপেডিক্স ডিপার্টমেন্ট এ ডিউটি রত অবস্থায় এক রোগী আসে, এক্সিডেন্ট করে। তার হাতের একটা আঙ্গুল কাটা পড়ে ওই এক্সিডেন্ট এ।
খুব দ্রুত তার অপারেশন করা হয় এবং রক্তপাত বন্ধ করে ব্যান্ডেজ করে দেয়া হয়। তারপর তারপর সে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে।
হঠাৎ একদিন সে উধাও।
তার ফাইল এর উপর এবস্কনডেড লিখে ফেলে রাখা হয়।
ঠিক তার পরের দিন, দুপুরবেলা, সবাই যখন ওয়ার্ডে বসে, রোগীর ফাইল পত্র ঠিক ঠাক করছিল, তখন ওই রোগী এসে হাজির।
কাটা আঙ্গুল টা টেবিল এর উপর রেখে বলে,
"স্যার বহুত কষ্ট অইসে আঙ্গুল ডা খুইজ্জা পাইতে। রাস্তার সাইডে ধান ক্ষেতের মইদ্দে পাইসি।
এখন জোড়া লাগাই দেন "
সবাই হা করে তাকায় আছে রোগীর দিকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।