আমাদের কথা খুঁজে নিন

   

কাটা ঘা -এ মলম দিন, লবণ নয়!

আমার নাম হিতুনা.। বডটজস না!! আমার বানান অনেক ভূল হয়। বুঝে নিয়ে পড়বেন। ধইন্যা পাতা। ঘরের শত্রু বিভিষণ! একটি বিদেশী বেসরকারী সংস্থায় কাজ করবার কারণে আমার সুযোগ হয়েছে বেশ কিছু ভিনদেশীদের সাথে মেশার, বাবার চাকুরীর সুবাদে কিংবা তার বিদেশী বন্ধু থাকবার কল্যাণেও খুব কাছে থেকে মিশেছি সাদা কিংবা তামাটে চামড়ার মানুষের সাথে।

অফিসের কথাই ধরি... আমাদের সাথে যখন তারা কথা বলে, তখন অনেক কেই দেখেছি হাস্যকর ইংরেজি, কিংবা মুমূর্ষ (pardon my spelling) ইংরেজী বাক্য ব্যবহার করেছেন। আমি নিজেও এর বাইরে নই। আমরা কেওই আলালের ঘরের দুলাল/দুলালী নই, ইংরেজী মাধ্যমে পড়াবার সাধ্য বা সদিচ্ছা পরিবারের পক্ষে ছিলনা অনেকেরই। যা জানি তা দিয়ে তিন বেলার অন্ন জুটে যাচ্ছে। তাই একে ঘষে মেজে চিক চিক করানোর প্রয়োজনীয়তা অনুভব করিনা।

কিন্তু, বিনোদন হিসেবে অন্যের ভূল ইংরেজীর ব্যবহার কে চেটে পুটে নিচ্ছি, আহ! কিন্তু ঐ যে সাদা কিংবা তামাটে চামড়ার মানুষ, যারা ঐ ভাষাভাষী .. তাদের কিন্তু কখনই দেখিনি ব্যঙ্গ করতে, তারা ভূলের ভেতর থেকে কিন্তু শুদ্ধটাকে নিংড়ে নিয়েছে, আর আমরা নিংড়ে নিংড়ে ম্যাড় ম্যাড়ে করে দিচ্ছি মানুষের প্রচেষ্ঠাকেও। সেদিনকে স্টার সিনেপ্লেক্সে আমিও ছিলাম... দেখেছি। । মানুষ শুধু অনন্তের ইংরেজীর ব্যবচ্ছেদ করছেনা। ।

করছে বাংলারও। ‘করেসি’ !! হা! হা! হা! ‘এশেসি’ ! হা! হা! হা! তাদেরই আলোচনায় যখন অযাচিত কানের ট্রান্সমিটার সেট করলাম ... শুনলাম ‘করসস’, খাইসি’ –এর মত শব্দগুলো। কিছুদিন আগে একটা স্ট্যাটাসে লিখেছিলাম... নিজের পশ্চাদ দেশের সুরঙ্গ পথের দরজায় পর্দা দিন, নতুবা মিসাইল এট্যাক নিশ্চিত, কারণ স্বভাবজাত ভাবে আমাদেরই খোলা ময়দানে নাক খুচিয়ে ময়লা দিয়ে শিল্পকর্ম করবার নৈপূণ্য আছে। খারাপ কে খারাপ বলার সাহস রাখুন তবে সেটাকে যুগের হাওয়ায় ওভারস্মার্ট হবার কৌশল বা বাতিক করবেন না। ভালোকে ভালো বলতে শিখুন।

সমালোচলা শব্দটির সঠিক অর্থের সাথে পরিচিত হউন। না বললেই নয়... প্রচেষ্টাকে মূল্যায়ন করতে শিখুন। নতুবা আপনার মত আপনার পরবর্তীরাও বলবে... মামা ছাড়া চাকরী (ভালো) হয়না। সস্তা বিনোদনের জন্য মেধা নষ্ট না করে, মাঝে মাঝে মনের ব্যাম করুন। ঐটা কিন্তু অবহেলায় নষ্ট হচ্ছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.