মোঃ পুর বাস স্টেন্ডে, ২টা রাক্ষস কয়েকটা ন্যংটো মানুষের বাঁচ্চা উল্টো করে ঝুলিয়ে ঝুলিয়ে বলছে, "লইয়া যান ভাই, একদম কচি কচি মানুষের বাচ্চা, ১\২ বছর বয়স। খাইয়া শান্তি পাবেন। শহর- গ্রাম ২ খানেরই আছে। কম দামে দিমু। " বাচ্চা গুলো করুন সুরে কাঁন্না করেই যাচ্ছে।
করেই যাচ্ছে।
তার পাশেই আর এক দৈত্য বলছে, "ভাই আমারটা লন। মা আর তার ২ বছরে ১টা বাচ্চা। পেট টিপ্পা দেখেন আর একটা আছে। হোটেলের না বাড়ির খাবার খাওয়াইছি।
"
মা টা কাঁদছে আর বলছে, "আমারে মারেন, বাচ্চাটারে ছাইড়া দেন। "
কখা শুনে দৈত্য দেয় এক চাটি, বলে,"চুপ থাক। "
আর এক পেতনী ২টা পুরুষ মানুষ ঝুলিয়ে ঝুলিয়ে বলে, "এইটা লন, ৮ প্যাগ আর ৬ প্যাগ কোনটা? একটা জিমের আর একটা ক্ষেতে কাম করা। " মানুষ গুলো ছুটার জন্য খুব ট্রাই করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।