বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
বেশ কয়েকবছর আগে একজন সন্ত্রাসীর নাম খুব আলোচিত ছিল, নাম মিলন, সে মুরগী মিলন নামে পরিচিত ছিল বেশী। ঐ সময়ে আমাদের এক শিক্ষক ছিলেন, তার ডাক নামও ছিল মিলন । আমরা আড়ালে তাকে মুরগী মিলন বলে ডাকতাম। তার ক্লাস থাকলেই বলতাম, " আজকে মুরগী মিলনের ক্লাস আছে।
"
আমাদের দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অনেক শিক্ষক আছেন, যাদের শিক্ষাদান করার যোগ্যতা থাকা তো দূরের কথা, যে বিষয়ে তিনি ছাত্রদেরকে জ্ঞান দান করবেন, সেই বিষয়ে স্বয়ং তারই পর্যাপ্ত জ্ঞান নেই। এরকম জ্ঞানী (!) শিক্ষকদেরকে দেখলেই ভয় লাগে, এখনও এমন শিক্ষককে দেখি, ছাত্রদেরকে পড়াতে গিয়ে বিষয়ভিত্তিক আলোচনা না করে আজগুবি এমন সব বিষয়ে ক্লাসে কথা বলেন, যেগুলোর সাথে ঐ বিষয়ের দূরবর্তী কোন সম্পর্কও নেই। এমন অনেক শিক্ষক আছেন, যারা শিক্ষক হিসেবে নামী-দামী বিশ্ববিদ্যালয়ে বহুবছর ধরে পড়াচ্ছেন, কিন্তু শিক্ষাদানের মূল যে তত্ত্ব, ছাত্রদেরকে ঐ বিষয়ের ব্যাপারে যথেষ্ট পরিমাণ জ্ঞান দান করা অথবা মূল জিনিসগুলো ধরিয়ে দেয়া, এই তত্ত্ব থেকে যোজন যোজন দূরে থাকে। এরা নামী-দামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হবার সুযোগ পায় শুধুমাত্র খুঁটির জোরে। এসমস্ত তথাকথিত শিক্ষকের কারণে পুরো শিক্ষাব্যবস্থাটাই আজকাল কলুষিত হয়ে পড়ছে।
লেখার শুরুতেই আমাদের সেই শিক্ষক, যাকে মুরগী মিলন বললাম, তার কথা ভাবতে ভাবতেই আমাদের দেশের শিক্ষাব্যবস্থার এই চরম ত্রুটিটি মনে পড়ে গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।