তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।
কি জামানা আইলো কন্ দিন!
মুরগীগুলানও আইজকাল ফাল পাড়ে!
তাইজ্জব হইবার দশা-
এট্টুক এট্টুক পাংখা লইয়া
ঘেটির তেজ দ্যাহো!
অগো বেশি বেশি খাওয়ন দিবার হইবো!?
আরেব্বাবা, ফার্মে আছোস, এইই তো ম্যালা।
চাওয়াডা কমা; নইলে কইলাম ….....
সময় নষ্ট করছেন? আসুন কিছুটা মূল্যবান সময়ের অপব্যবহার করি। কিছু কালি, পাতা আর মস্তকভর্তি বুদ্ধির খোঁয়াড় থেকে সামান্য কিছু খরচ করি!
"“ঝিঁ-কে মেরে বউকে শেখানো”"
যথার্থ, যথার্থই কিছু মুরগীর জবেহ্!
বাকিরা আপত সিঁটকে যায় ভয়ে।
একহাতে ধড়
একহাতে কাটামুণ্ডু
চুঁইয়ে পড়া লাল রক্ত আর
প্রাণ বেরিয়ে যাওয়ার ধড়ফড়ানি ……
মেনে নেয়ার হুমকি দেয়।
কেউ কেউ মানে না, কাউকে কাউকে মানানো যায় না!
কল্পনায় উড়ন্ত ড্রাগন হবার নকশা বোনে তারা;
বিবর্তনের আশায় ঠুঁকরে চলে মালিকের পেশীবহুল থাবা।
বিরক্ত হলেন? আসুন আর একটু বিরক্ত হই-
৪ বা ১৩- মৃত মুরগীর সংখ্যাটা ধাঁধা হয়ে ফেরে;
কোন কোনটা বেওয়ারিশ!
বার্ড ফ্লু ছড়াবে- আতঙ্কে মারা পড়ে ক্রসফায়ারে!
বিদঘুটে মরচে পড়া খাঁচাটায়
আটকে পড়া বিমূর্ত প্রাণগুলো,
প্রাণ হারিয়ে জীবন্ত মাংসপিণ্ড হয়!
আর আশাজাগানিয়া পালক বাতাসে ওড়ে;
কিছু ফার্মের মুরগীর অস্থির ছটফটানিতে,
ড্রাগন হবার নেশাতে,
মুক্তির হাহাকারে ………….....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।