হয়তো শহরের পিঠে গড়ে উঠবে আরেক শহর পথের মাঝে আরো কটি নতুন পথ অট্টালিকার ভিড়ে আরো কটি নতুন অট্টালিকা বেহায়া বহেরাদের মাঝে আরো কিছু বেজন্মার উত্থান আমাকে দেখে যেতে হবে সব কিছু । হয়তো ঢাকার রাস্তা চষে বেড়ানো চটি গুলো , আরো ক্ষয় হবে দিনে দিনে , হয়তো বুড়িগঙ্গার আলকাতরা জলে নৌকোর বদলে স্টিমার ভাসবে বেশি করে , হয়তো ছায়া কুয়াশার দেশে হবে মিথ্যের আবাদ । কয়েকটি উন্মাদ মাতাল প্রসব করবে শকুনের নাড়ি ভুড়ি, হায়,আমাকে দেখে যেতে হবে সব । সত্য দিয়ে গড়া যুদ্ধে এখন মিথ্যের প্রেত , লুইকানের ঘামে গড়া ঘরে এখন মিথ্যের প্রেত , নূর হোসেনের ঝরা রক্তে এখন মিথ্যের প্রেত , আমার শিরায় শিরায় আবেগে এখন মিথ্যের প্রেত । বেজন্মাদের কবুতরের কুঠরে এখন শকুনের চাষ, বেজন্মাদের মগজে এখন ছিন্ন বিছিন্ন নাড়ি ভুড়ি , বেজন্মাদের হাতে এখন বেশ্যার রক্ষীদের হারপুন , বেজন্মাদের রক্তে এখন ভাংচুরের উন্মুক্ততা । তবুও আমাকে দেখে যেতে হবে সব , এই উন্মাদ মাতাল নির্লজ্জদের তান্ডবলীলা শকুন আর মিথ্যের আবাদ । এ বি এম মনোয়ারুল আলম (মুন) Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।