আমাদের কথা খুঁজে নিন

   

ইরানের ওপর কোনো হামলা হলে চীন সহায়তার জন্য এগিয়ে আসতে দ্বিধা করবে না এবং এ জন্য যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধেও যায় তার পরোয়া করবে না বেইজিং ।

ব্যাকরণের সব রীতিনীতি মেনে সাহিত্য রচনা করতে গেলে তবে তা একটা ভালো ব্যাকরণের বই হয়ে যাবে। —— তন্য শব্দগুচ্ছ চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজর জেনারেল ঝাং ঝাওঝোং বলেছেন, ইরানের ওপর কোনো হামলা হলে চীন সহায়তার জন্য এগিয়ে আসতে দ্বিধা করবে না এবং এ জন্য যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধেও যায় তার পরোয়া করবে না বেইজিং । তিনি বলেন, ইরান রক্ষায় এগিয়ে আসতে চীন কোনো দ্বিধাই করবে না। ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে বোমা বানানোর চেষ্টা করতে পারে বলে ভিত্তিহীন অভিযোগ তুলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল মাঝে মধ্যেই তেহরানের বিরুদ্ধে হামলার হুমকি দিচ্ছে। এদিকে ইরান, পরমাণু অস্ত্র তৈরি সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগ স্পষ্ট ভাষায় নাকচ করে দিয়েছে।

তেহরান বলেছে, এনপিটি স্বাক্ষরকারী এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদস্য হিসেবে ইরানের শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি অর্জনের অধিকার রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলের যুদ্ধকামী মনোভাব আরো বেড়েছে। ইরানকে দেখে নেয়ার সময় এসে গেছে বলে গত মাসের ২১ তারিখে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইহুদ বারাক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানে হামলার সম্ভাবনা আগের চেয়ে বেড়েছে বলে ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেজ গত মাসের ৬ তারিখে হুমকি দিয়েছেন। ইসরাইল হামলার মতো কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করলে তার দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে বলে ইরানি কর্মকর্তারা দ্ব্যর্থহীন ভাষায় একাধিকবার ঘোষণা করেছেন।

তারা আরো বলেছেন, ইসরাইলের এ ধরনের হঠকারী সিদ্ধান্তের ফলে যদি যুদ্ধ বাঁধে তাহলে তা মধ্যপ্রাচ্যের সীমানা অতিক্রম করবে। নিউজের লিঙ্ক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.