বাধা পেলেই সৃষ্টি হয় গণজোয়ার।
গত দুদিন আমাদের পেইজে শীতের মডেলিং নিয়ে প্রকাশিত দুটি ছবি নিয়ে কিছু পেইজ মেম্বার আপত্তি দিয়েছিলেন অশ্লিলতার দায়ে। তবে আমাদের উদ্দেশ্যে ছিল সবাইকে এটা জানানো যে, শীতের ফ্যাশনের নামে কিভাবে দেশে চলছে ব্যয়বহুল পোশাকের প্রদর্শনী এবং বিক্রয়। পত্রিকার দেয়া সংশ্লিষ্ট ফ্যাশন হাউজের ঠিকানায় গিয়ে আমাদের এক এডমিন গত দুদিনে জানতে পারলো, উক্ত ছবির মডেলরা যে জিন্স পড়েছে তার দাম মেয়ে(৩২০০৳), প্যান্ট ছেলে(২২৫০), জিন্সের শার্টের দাম ছেলে(১২০০৳) এবং মেয়ে(১৫০০৳), টপস(৭৫০৳), শাল(১২৫০-৫০০০৳)। অন্যদিকে বঙ্গবাজারে গিয়ে দেখা যায় সেখানে শীতের পোশাক-কম্বল মাত্র ৪০ টাকা থেকে শুরু করে ২০০ টাকায় বিক্রি হচ্ছে!! অবাক হচ্ছেন??
একদিকে মত্যুর অপেক্ষায় প্রবল শীতে কান্নারত অসুস্থ খাদ্যহীন, বস্ত্রহীন, গৃহহীন, চিকিৎসাহীন অসংখ্য শিশু-বৃদ্ধ আর অন্যদিকে শীতপোশাকের ফ্যাশন প্যারেড, সুস্বাদু খাবারের রেসিপি, ব্যয়বহুল হাসপাতাল ও ক্লিনিক, রিহ্যাব মেলা, বিলাসবহুল ফ্ল্যাটের চাকচিক্য আর শপিংমলের জৌলুস।
অন্যদিকে উত্তরাঞ্চলসহ সারাদেশে লাখো গৃহহীন শিশুর কান্নায় রাতের আকাশ হয়ে ওঠছে ভারী।
আপনার বা আপনার পরিবারের এসব লাগামহীন বিলাসিতার একটু লাগাম টেনে ধরলে কতজন শীতার্ত মানুষকে মৃত্যুর হাত থেকে বাচিয়ে একটু উষ্ণতা ছোঁয়া দেয়া যেত তাকি কেউ বলবেন?
আপনি কোন পক্ষে দাঁড়াবেন? সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
** শেয়ার দিন, কপি করে নিজ নামে চালিয়ে দেন কোন সমস্যা নেই। নিজে সচেতন হয়, করি অন্যকে সচেতন। এই পোস্টের মাধ্যমে যদি আমরা একজন শীতার্ত মানুষকেও সাহায্য অনুপ্রাণিত হতে পারি এটাই কম কিসে।
মানবতার জয় হক, ভোগবিলাসীদের পতন হোক।
সুত্র- View this link
ছবির লার্জ ভিউ- View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।