আমাদের কথা খুঁজে নিন

   

"কল্পনার ভুবন"

চোখ জানে তুমি আর কতদূরে সময় কতটা কাছে, মন জানে কার পায়ের শব্দ এই বুকে জেগে আছে।

স্বপ্নে বাজে গো বাঁশি, মনের আঙ্গিনা ছেড়ে যাই আমি হারিয়ে রূপকথার দেশেতে। সাতরঙ্গে আঁকা মনের ক্যানভাসে আমি করি জলরঙ্গের খেলা। হারাতে চায় মন কোন্ রঙ্গের ভুবনে? ভেবে পাই না'কো আমি। আমার এ ভুবনে আমি যে পাখি, আমার এ আকাশে আমি যে স্বাধীন, আমার এ কল্পনায় আমি মুক্ত। হারাতে চাই না যে তারে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।