আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনার রং...!!!

ছিড়ে ফেলি ভিন্নতার ভেড়াজাল,মুক্ত করি মনুষত্ব্যকে। নিঝুম রাতে একাকী বসে আছি দুর্বাঘাসে হঠাৎ দেখি তুমি এসেছো পাশে, ডেকেছিলে আমায় বন্ধু বলে। মুহুর্তেই চারদিক নিরবতায় রুপান্তিত তবে আমি শুনেছি সেই সব শব্দ, যেসব কিনা তুমি করেছিলে উপলব্দি করার চেষ্টা করেছি সেই ক্ষণটি। তুমি হয়তো একটু চিন্তিত কেউ না জানি দেখছে আমাদের, দুজনে পাশাপাশি বসে। আমি মনে হয় ভূল কিছু দেখিনি হয়তো বা মুহুর্তটি কল্পনায় আবির্ভূত, তারপরও মিথ্যে কিছু ভাবিনি তো দুজনে পাশাপাশিই তো বসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।