অনর্থক বাগাম্বর করিব না, ছবিটি আঁকার শুরু কোন এক সেমিস্টার এর শুরুর দিকের অলস সময়ে, তখনও আমার প্রেমের সূত্রপাত হয়নি। স্বপ্নে তখন নানা নারীর আনাগোনা ,এমন একটা মেয়ের দেখা যদি পাইতাম, কেমন হইবে আমার প্রেয়সী ইত্যাদি ইত্যাদি ।
সেই কল্পনাকে বাস্তবে রুপ দিতে হাতে নিলাম তুলি, আঁকা শুরু করলাম আমার অদেখা স্বপ্নকন্যা্র চিত্র।
ছবিটি মনের মত হয় ই না, বার বার আঁকি, কোনোভাবেই নিজেকে সন্তুষ্ট করতে পারি না,বন্ধুরা নানা জন এসে উৎসাহ দেয়, কেউ আবার টিজ ও করে, কেউ আবার ছবির সিরিয়াল দেয়!
একসময় ছবি আঁকা শেষ হয় । ।
কিন্তু একসময় মনে হয় ছবিটি অশ্লীল, তাই একদিন আমার শখের ছবিটি ছিড়ে টুকরো টুকরো করে ফেলে দেই ডাস্টবিনে । ।
অনেক দিন পরে, আমার এক কলিগের ল্যাপটপে একটা ছবি দেখে খুব পরিচিত মনে হচ্ছিল,এক সময় সে আমাকে জানালো, যখন ছবিটি সম্পূর্ণ আঁকা শেষ হয় নি, তখন একদিন সে তার মোবাইল দিয়ে তার একটি ছবি তুলে রাখে।
একজনের কাছে আমার ছবির গুরুত্ব দেখে খুব খুশি হলাম, যে তার বদান্যতায় হলেও ছবিটি ফিরে পেলাম। আবার একই ভাবে মন খারাপ ও হল, তুলেছেই যেহেতু, ছবিটি অর্ধেক আঁকার পরে না তুলে সম্পূর্ণ শেষ হওয়ার পরে তুললে আমি আমার আসল সম্পূর্ণ ছবিটি ই ফেরত পেতাম।
অগত্যা যা পেয়েছি তাতেই খুশি থাকতে হল।
সময়ের পরিক্রমায় একসময় আমার জীবনেও প্রেম আসে । অনেক কথা বলা হয়, কিন্তু ছবি আঁকা প্রতিভার কথা আর বলার সাহস হয়ে উঠে না। লজ্জা শরম ভয় সবকিছুর মাথা খেয়ে দুরু দুরু বুকে এক সময় আমার প্রেমিকা কে একদিন বলেই ফেলি ছবিটার কথা, আমার আঁকা ছবি, কল্পনার মানসীর ছবি!! যদি আবার ছবি দেখে লুল বলে ঝেটিয়ে বিদায় করে আমাকে!!
আমাকে অবাক করে দিয়ে আমার উনি ছবি দেখে খুশি হয়ে গেলেন!! আমারে আর পায় কে, ভবিষ্যৎ দাম্পত্য জীবনে তার এমন একটি ছবি একে দেওয়ারও একটা প্রস্তাব পেয়ে বর্তে গেলাম । এই চান্সে আমারও একটু ভাব নেওয়ার সুযোগ হয়ে গেল!! আল্লাহ ই জানে, এই ব্লগ পড়ে আবার কি না কি বলে বসে !!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।