আমাদের কথা খুঁজে নিন

   

গোলাম আজমকে গ্রেফতারে আবেদন চলতি সপ্তাহেই

নিজস্ব প্রতিবেদক বার্তা২৪ ডটনেট ঢাকা, ৩ ডিসেম্বর: জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করতে যাচ্ছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। চলতি সপ্তাহেই যথাযথ প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে আবেদন জানানোর পর যদি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তাহলে আগামী ১৬ ডিসেম্বরের আগেই তাকে গ্রেফতার করা হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্যের নিশ্চিত করেছে। গোলাম আযমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ করে গত ১ নভেম্বর প্রতিবেদন জমা দেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তারা দাবি করেছেন, প্রতিবেদনে তার বিরুদ্ধে সুষ্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। বয়স জনিত কারণে গোলাম আজমকে গ্রেফতারের বিষয়ে সরকারের মধ্যে দ্বিমত ছিল। কিন্তু ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করায় এখন প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেফতার করা হলে সরকারের কোনো ভাষ্য থাকবে না বলে জানিয়েছে সরকারের সূত্রগুলো। বার্তা২৪ ডটনেট/এসএফ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.