। বাউন্ডুলে ব্লগার। ময়না তদন্ত
এ.এম. আহাদ (লিও)
এমন তো নয় যে,
রাশি রাশি কাগজের স্বতীত্ব হরণ করেছি!
খুব বেশী হলে পরীক্ষার খাতা।
এমন তো নয় যে,
একাধিক পরনারীতে ছিলাম আসক্ত!
বরং নিজ নারীতেই…।
এমন তো নয় যে,
ভুল সময়ে ভুল স্থানে গণপিটুনি!
বরং এড়িয়ে চলেছি মানুষের ভিড়।
এমন তো নয় যে,
কটাক্ষ করেছি অন্যের অনুভুতিকে!
বরং, নিশ্চুপ থেকেছি কারো কারো বোকামীতে।
এমন তো নয় যে,
সবাইকে চিনে সবজান্তা হয়েছি!
বরং মানুষ চিনতে ভুল করেছি বোকার মতন।
এমন তো নয় যে,
স্ঠেথোস্কপ লাগিয়ে হৃদস্পন্দন শোনা যাচ্ছে না!
বরং, সেটা আরও দ্রুত চলমান।
সবই ঠিক-ঠিক আছে! কিন্তু,
লোকে যে বলে…।
কোনোভাবেই ঠাওড় হলো না-
আমার মৃত্যু হলো কিসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।