পুরাণে বা পরানে, যে কোথাও নাই তার নাম ‘সোনার ময়না পাখি’। শুনেছি, সে এক এমনি ব্যাথার দানা, পাকা ডালিমের বিচীর মতো টলমলে, টকটকে লাল হয়ে থাকে আড়ালে নিবিড়। মানুষের আড়াল নাই কোনো: জলে ভিজে থিকথিকে কাদা হয় শুকিয়ে হয় চৌচির; কোথাওবা মরু হয়ে হাওয়ায়, রোদে ও অন্ধকারে উড়ে ধূলো ওরা ফিরে আসে ধুলোতেই আবার। কিন্তু সে এক পাখি, জাালিমেরও বুকের ভেতর বসে থাকে, হয়ে ডালিমের দানা; দানা- টুকটুকে লাল, টলটলে খুব, চাওয়া মাত্র ছোঁয়া যেতে পারে যখন তখন। তবু কে আছে এমন, যে পেয়েছে পাখি- সোনার ময়না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।