জীবন যখন ব্যস্ত যেমন দুই পরতা
ঢাকার ছবিতে নতুন এক তারার আবির্ভাবে দর্শক মহলে খানিকটা আগ্রহ তৈরি হয়েছে। এই তারাটি অনেক আগেই বিজ্ঞাপন জগতে তোলপাড় তুলেছিল। ময়না পাখি নামে তখন তাকে টিভি স্ক্রিনে দেখা যেত আর থমকে যেত দর্শক চোখ। শুধু স্ক্রিনেই নয় বরং মডেল হিসেবেও এই ছোট্ট পাখিটি জিতেছিল অনেক অ্যাওয়ার্ড এবার তার সিনেমায় অভিষেক বদলে দিয়েছে অনেক কিছু প্রতিভা বিকাশে বয়স যে কোনো অনত্দরায় নয় তা সে ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছে। তাইতো মাত্র ছয় বছর বয়সে স্বভাব সুলভ আচরণ, সুন্দর বাচনভঙ্গি আর মায়াবী মুখ দিয়ে মিডিয়া অঙ্গনের একটি পরিচিত নামে পরিণত হয়ে গিয়েছে দীঘি।
গ্রামীণফোনের ভয়েস এসএমএস-এর বিজ্ঞাপনটিতে দীঘির অনবদ্য পারফর্মেন্স সবার নজর কাড়ে। যদিও ভিজু্যয়াল মিডিয়ায় ছোট্ট দীঘির যাত্রা শুরু হয়েছিল পেপসোডেন্টের একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হওয়ার মাধ্যমে। মজার বিষয় হলো বাবা অভিনেতা সুব্রত ও মা অভিনেত্রী দোয়েলের তেমন ইচ্ছা ছিল না মেয়ে এখনই মিডিয়ায় কাজ করুক। কিন্তু গ্রামীণফোনের বিজ্ঞাপনটি প্রচারের পর চারদিক থেকে এতো সাড়া আসে যে দীঘির বাবা-মা তাদের সিদ্ধানত্দ পরিবর্তন করেন। তবে এক্ষেত্রে তারা দু'জনই মেয়ের কাজের পরিমাণের চেয়ে মানের দিকে বেশি জোর দিচ্ছেন।
শুধু মডেলিং নয়, বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করে ফেলেছে দিঘি। সম্প্রতি মুক্তি পেয়েছে দীঘি অভিনীত 'চাচ্চু' ছবিটি। ছবিতে আলিরাজ ও কুমকুমের মেয়ে চরিত্রে অভিনয় করে দীঘি। আর দীঘির চাচার চরিত্রে অভিনয় করেন ডিপজল। এছাড়া রবীন্দ্রনাথের 'কাবুলীওয়ালা' নিয়ে ছবি নির্মাণ করেছেন কাজী হায়াৎ।
যেখানে মিনি চরিত্রে দেখা যাবে দীঘিকে। এখানেই শেষ নয় ছোট্ট এ ক্ষুদে শিল্পী হাসিবুল ইসলাম মিজানের 'কপাল', হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে শাহ আলম কিরণের পরিচালনায় 'সাজঘর' ছবি দু'টিতেও অভিনয় করে ফেলেছে। মডেলিং, অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজটিতেও সমান সফলতা অর্জন করেছে দীঘি, এটিএন বাংলায় ছোটদের একটি অনুষ্ঠানে সাবলীল উপস্থাপনা করে দর্শকদের নজর কেড়ে নেয় সে। 2001 সালের 26 অক্টোবর জন্ম নেয়া প্রার্থনা ফারদিন দীঘি মোহাম্মদপুর চিলড্রেন গার্ডেন স্কুলের প্লে-গ্রুপের ছাত্রী। যদিও শুটিং এর কারণে প্রায়ই স্কুলে যেতে পারে না সে।
তবে আগামী বছর থেকে শুটিং কমিয়ে পড়াশোনায় মনোযোগী হতে চায় দীঘি। বড় হয়ে প্রথমে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখলেও এখন 'সিআইডি' সিরিয়াল দেখে সে সিআইডি হওয়ার ইচ্ছা পোষণ করে। দীঘির প্রিয় কাজের তালিকায় আছে হাঁড়ি-পাতিল খেলা, টগিওয়ার্ল্ডে যাওয়া, টিভিতে 'টম অ্যান্ড জেরি' কাটর্ুন দেখা আর শুটিং এ যাওয়ার সময় আইসক্রিম, চকলেট, চিপস সাথে করে নেয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।