আমাদের কথা খুঁজে নিন

   

ময়না পাখি

বড় সখ করে পুষেছি আমি, একটা ময়না পাখি। চোখের আড়াল দেইনা হতে, কাছে কাছে রাখি। সারাটা দিন যায় যে আমার, পাখির কাছে থেকে। আমায় সে শোনায় যে গান, আদুরে সুর মেখে। আমার সাথে বলে সে তার, মনের সকল কথা।

আমায় পেলে ভুলে সে যায়, সকল দুঃখ ব্যাথা। হাসি খুশি থাকে সে যে, আমায় কাছে পেলে। গোমড়া মুখে বসে থাকে, দূরে কোথাও গেলে। চাইনা আমি কখনো হারাতে, আমার প্রিয় ময়না। তুই ছাড়া যে অন্য কোথাও, আমার পরান সয়না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।