jeet_infinite
ময়না পাখি
*******
তোমার ময়না পাখিটার কথা মনে আছে?
ঘরের মাঝে সোনার খাঁচায়
তোমার সোনার ময়না পাখি!
সবার মতই,ময়না তোমারও প্রিয়..
কারণটা কি জানো তুমি?
ময়নাকে কথা শেখানো যায়..
অবিকল মানুষের মত কথা শিখে যায় পাখিটা।
আর তাই,খাঁচার ময়নার এত আদর।
তোমার সারাটা দিন চলে যেতো,
কোনো অন্য কাজে মন বসতো না..
তোমার ধ্যান-জ্ঞান ছিলো ময়না পাখিটা..
আর তাকে কথা শেখানোর কত প্রচেষ্টা।
যেন সত্যিকারের সোনার চেয়েও অমূল্য ছিলো সে।
অখণ্ড মনোযোগ দিয়ে কথা বলতে তার সাথে..
আর চাইতে,সে যেন তোমার প্রিয় কথাটি শিখে যায়..
জীবনানন্দের একটি লাইন..
ময়নাটি ভীষণ জ্বালাতো তোমায়..
কিছুতেই সে শিখবে না তোমার ভাষা।
আর তুমিও নাছোড়বান্দা..
অবশেষে সোনার ময়না পাখিরই হার..
বুনো ভাষা ভুলে সে তোমার কথাতেই বলে ওঠে..
"সুরঞ্জনা,ওইখানে যেয়ো নাকো তুমি!"
তোমার সব চাওয়া পূর্ণ হয়ে যায় যেন..
কৃতজ্ঞতায় তোমার বুক ভরে ওঠে।
আনন্দের পূর্ণতায় তুমি খাঁচার দুয়ার খুলে দাও।
তুমি বলো,"এ তোমার প্রাপ্য পুরষ্কার -
আজ থেকে তুমি মুক্ত!"
আমি ময়নাটির চোখের দিকে তাকাই..
মানুষের ভাষা শিখতে গিয়ে ওর চোখও মানুষের মত হয়ে গেছে..
মানুষের মতই না বলা অভিব্যক্তি চোখজোড়ায়।
তুমি দেখতে পাও না..
তার কথা শুনতে পাও না..
আমি পাই।
তোমার ময়না পাখি না বলা কথায় বলে ওঠে..
"এখন আমার মুক্তি কেন?
কেন আমাকে এখন ফিরে যেতে হবে বনে?"
আমি ময়নাটির প্রশ্নের আকুতিটা বুঝতে পারি..
কি লাভ তার এখন এ মুক্তিতে?
আর বনে গিয়েই বা কি করবে সে?
বনের স্বজাতির সাথে কি সে নতুন শেখা ভাষায় কথা বলতে পারবে?
বুনো ভাষা তার ভালো লাগবে কেন?
মানুষের মিষ্টি ভাষা..কবিতা,গান..
এসবেই তো এখন অভ্যস্ত সে..
সে কেন আর মুক্তি চাইবে??
তুমি কি ময়না পাখিটার কথা বুঝতে পারো?
তোমার কি ময়নাটাকে মনে পড়ে?
জানতে কি ইচ্ছা করে,
আজও সে তোমার শেখানো কবিতাটা মনে রেখেছে কিনা?
ইচ্ছা হলে জানিও আমায়..
আমার ঘরের জানালায় আজও দেখা যায়..
তোমার সেই সোনার ময়না পাখিকে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।