এক দিনের জন্য নায়ক হতে চাই । আমেরিকান এয়ারলাইনসের অভিভাবক কোম্পানি এএমআর কর্পোরেশন এবার নিজেদের দেউলিয়া ঘোষণা করে রক্ষার জন্য আবেদন করেছে।
মঙ্গলবার পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ৮১ শতাংশ কমে যায়। এরপর শেয়ারপ্রতি দাম দাঁড়ায় মাত্র ৩১ সেন্ট।
কয়েক বছর আগে এয়ারলাইনস কোম্পানি ডেল্টা ও ইউনাইটেড নিজেদের দেউলিয়া ঘোষণা করে।
এএমআর কর্পোরেশন আশা করছে, আমেরিকার এয়ারলাইন দেউলিয়া ঘোষণা পরও তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে। কোম্পানি অনুচ্ছেদ-১১-এর বিধি অনুযায়ী সংরক্ষণের আবেদন করেছে।
এএমআর কর্পোরেশন জানিয়েছে, কর্মীদের সঙ্গে চুক্তি অনুযায়ী তার স্টাফদের ৬০ কোটি মার্কিন ডলার খরচ করেছে। যা অনুযায়ী অন্য এয়ারলাইনসের তুলনায় অনেক বেশি।
আমেরিকান এয়ারলাইনস যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপুর্ণ সংস্থা।
আন্তর্জাতিক রুটে চলাচলকারী প্রতিষ্ঠানটি ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পরও নিজেদের দেউলিয়া ঘোষণা করেনি। যদিও অন্য এয়ারলাইনস কোম্পানিগুলো নিজেদের দেউলিয়া ঘোষণা করে নিজেদের শ্রমচুক্তি পুনর্গঠন ও খরচ কমায়।
বিশ্বজুড়ে ৭৮ হাজার কর্মী রয়েছে আমেরিকার এয়ারলাইনসের। যুক্তরাষ্ট্রের পাঁচটি কেন্দ্র থেকে এটি পরিচালিত হয়।
অনুচ্ছেদ-১১ যুক্তরাষ্ট্রের দেউলিয়া আইনকে নির্দেশ করে।
এ আইন অনুযায়ী, ঋণদাতাদের (পাওনাদার) হাত থেকে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করতে হয়।
তিন বছর আগে আমেরিকান এয়ারলাইনস বিশ্বের সবচেয়ে বড় বৃহৎ কোম্পানি ছিল। তবে একসময় এটি ডেল্টা ও ইউনাইটেডের পেছনে পড়ে যায়। ডেল্টা ২০০৫-এ ও ইউনাইটেড ২০০২-এ নিজেদের দেউলিয়া ঘোষণা করে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।