আমি শালা বুঝতে পারিনা সবাই আমারে খালে কয় আমি নাকি বেশি ঘুমাই, কিন্তু বরতমান বাংলাদেশের অবস্থা দেইখা মনে হইতাসেনা যে আমি বেশি ঘুমাই, যখনি টেলিভিশন ছাইরা এটু খবর দেখি তখনি মুজিব মাইয়া খাড়ায়া কয় ....... এইডা আমার বাপের সপ্ন আছিল, ঐডা আমার বাপের সপ্ন আছিল, বলি অর বাপ এত সপ্ন দেখছিল কখন? আর হে কি সারাদিন অর মাইয়ারে কইয়া বেরাইত? তাইলে বেপারটা কি হইল? বুড়াগো বয়স হইলে খায়া দায়া কোন কাম থাকেনা তখন অরা পুলাপাইন লইয়া টাইম পাস করে, মুজিব এর কি আর কোন কাম আছিল না সকালে চায়ের টেবিলে বইসা আগে মাইয়ারে কইত মারে আইজকা এই সপ্ন দেখছি, দিলটা আনচান করতাসে। দে আর এক কাপ ছা দে.............. ঢাকা রে দুই ভাগ করা্ব সপ্নও কি অর বাপে দেইখা গেছিল? লাইফে এইরকম সরকার দেখুম তাও আমগ দেশে? তাও মুজিব কন্যা, কি অর উদ্দেশ্য?.................।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।