দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
লক্ষ জাতের পাগল আছে
এখন বাংলাদেশে,
কেউবা আসল রুপে আবার
কেউ বা ছদ্মবেশে। ।
ভবের পাগল, ভাবের পাগল
শখের পাগল কেউ,
ঝড়ের মত পাগল আছে
কেউবা শান্ত ঢেউ। ।
কেউবা পাগল বুুদ্ধিজীবি
বুদ্ধি রাখেন খাসা,
রাজনীতিবিদ পাগল যারা
ভীষন সর্বনাশা। ।
কেউবা পাগল ফ্রাষ্ট্রেশনে
কেউবা পাগল নেশায়,
সপ্ন পাগল ঘুমিয়ে কাটায়
সপ্ন দেখার আশায়। ।
ফ্যাশন পাগল, বইয়ের পাগল
কেউবা পাগল নামের,
সাগর পাগল, খাওয়ার পাগল
পাগল আছে প্রেমের।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।