প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে
অফিসটা সেরে রোজ
চেনা পথ করি খোঁজ
ইচ্ছেটা ফিরে যাবো ঘরেতে
নিদারুন সঙ্কট
রাস্তায় যানজট
প্রতিদিন ভুগি এই জ্বরেতে
রাস্তা দু'ঘন্টা
আনচান মনটা
জানিনা ক'ঘন্টায় ফিরিরে!
বুকে বাজে ধিনতাই
হয়ে গেলে ছিনতাই
টেনশনে চুল টেনে ছিড়িরে!
দম ফাটা গরমে
অবস্থা চরমে
কোনোমতে ফিরে আসি ঘরটায়
দরজায় কাশি দেই
মুখ ভরে হাসি দেই
ভাবি সুখ এলো অন্তরটায়
দুটি পা বাড়িয়ে
ঘরটাতে দাঁড়িয়ে
যেই দেখি চলে গেছে বিদ্যুৎ
শুরু হয় হাসফাস
নরকেই বসবাস
লাইফটাকে মনে হয় ধুৎ ধুৎ
আরো দেখি পানি নাই
মনে হয় জানই নাই
চোখ জুড়ে দেখি শুধু ধোয়াশা
যদি পানি আসেরে
কত কিছু ভাসেরে
ভালো থেকো ভালো থেকো ওয়াশা
আমাদের ভালো নাই
পানি নাই আলো নাই
বেসামাল অন্তরে,অঙ্গে
যন্ত্রনা শেষ নাই
চুলাতেও গ্যাস নাই
ভালো আছি ডিজিটাল বঙ্গে
***লেখাটা দুদিন আগেও পোস্ট করেছি। কোন অজানা কারনে জানিনা লেখাটি ব্লগ থেকে উধাও! কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। তাই আবারও লেখাটি পোস্ট করে দেখার অপেক্ষায় আছি কি হয়। পাঠক, আপনাদের মন্তব্য কি? এমন ঘটনা আপনাদের কারো কি আছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।