দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......
এখানে আমি লোকায়ত বাংলাকে দেখি।
দেখি মহুয়া বন
নদের চাঁদের সপ্তডিঙ্গা ।
দেখি কাজল রেখার কাজল চোখ
রূপসী বেহুলার মায়াবী মুখ
দেখি দুখিনী চন্দ্রার বুক ভরা দুখ
দেওয়ানা মদিনার চৌচির বুক ।
বেদে-কন্যা মহুয়া সুন্দরীকে দেখি ।
এখানে আমি লোকয়ত বাংলাকে দেখি ।
দেখি করতোয়ার বাঁক
বাঙ্গালীর উত্তাল ঢেউ ।
দেখি টল-টল তিস্তার জল
বান দীঘি, দীঘল কমল
দেখি স্বপ্নের ময়ুরাক্ষি নদ।
রূপকথার ডিঙ্গাপুতা হাওর ।
সকিনার রক্তে লাল সুরিয়া নদীটি দেখি
এখান আমি আবহমান বাংলাকে দেখি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।