বঙ্গবন্ধুর জীবন রক্ষায়
২৪টি রাষ্ট্রের প্রধানদের কাছে শ্রীমতী ইন্দিরা গান্ধীর আবেদন
মুজিবনগর, ১১ই আগষ্টগতকাল ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বিশ্বের ২৪টি রাষ্ট্রের প্রধানদের কাছে আবেদন জানিয়ে বাণী পাঠিয়েছেন, যেন তাঁরা শেখ মুজিবের জীবন রক্ষার জন্য পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খাঁর উপর প্রভাব বিস্তার করেন।
শেখ মুজিবর রহমানের গোপনে সামরিক আদালতে বিচার ব্যবস্থা এবং তাকে কোনরকম বিদেশী আইন বিশেষজ্ঞদের সাহায্য নিষিদ্ধ করার যে ঘোষণা প্রেসিডেন্ট ইয়াহিয়া খাঁ করেছেন, তাতে ভারত সরকার, ভারতের জনগণ, প্রেস এবং সংসদ গভীরভাবে উদ্বিগ্ন।
“আমাদের আশঙ্কা হচ্ছে যে এই তথাকথিত বিচার প্রহসনের আড়ালে শেখ মুজিবকে হত্যার চক্রান্ত করা হয়েছে। এই হত্যা সংঘটিত হলে পূর্ব বাংলার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়াবে এবং ভারতের সমস্ত রাজনৈতিক দল ও জনগণের মনোভাব কঠোর হওয়ার ফলে এদেশেও জটিলতর পরিস্থিতির উদ্ভব হবে। সেই কারণেই আমাদের উদ্বিগ্ন এত গভীর।
তাই আপনার কাছে আমরা আবেদন জানাচ্ছি যে, এই অঞ্চলের শান্তি বজায় রাখার স্বার্থে প্রেসিডেন্ট ইয়াহিয়া যাতে এ ব্যাপারে বাস্তব দৃষ্টিভঙ্গির পরিচয় দেন, তার জন্য আপনি তাঁর উপর আপনার প্রভাব কাজে লাগান।
শেখ মুজিব তাঁর দেশের জনগণের এক অবিসম্বাদী নেতা, বিপুলভাবে জনপ্রিয় এবং শ্রদ্ধেয়। ১৯৭০ সালের নির্বাচনে তাঁর সাফল্য সাম্প্রতিককালে বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে অনুষ্ঠিত নির্বাচনগুলির মধ্যে হয়ত সবচেয়ে চমকপ্রদ। আমাদের দেশের জনমত, প্রেস, সংসদ এবং সরকার সবারই দৃঢ় বিশ্বাস পূর্ববাংলায় পাকিস্তানী কার্যকলাপের ফলে আমাদের দেশ জটিল সমস্যার সম্মুখীন হয়েছে; পাক সরকার শেখ মুজিবের প্রাণনাশ করলে বা তাঁর কোন ক্ষতি করলে যে চরম অবস্থার সৃষ্টি হবে, তাতে এই সমস্যা দশগুণ বৃদ্ধি পাবে।
আমরা আপনার কাছে আবেদন জানাচ্ছি যে, আপনি পাকিস্তান সরকারকে অনুরোধ জানান, যেন তাঁরা তাঁদের এবং আমাদের দেশকে বিপদজনক পরিস্থিতিতে ফেলার মত কোন কাজ না করেন।
পাক সরকার শেখ মুজিবের কোন ক্ষতি করলে তার ফল মারাÍক হবে। ”
গতকাল শ্রীমতী গান্ধী এই আবেদনটি পাঠিয়েছেন নিুোক্ত দেশগুলির রাষ্ট্র প্রধানদের কাছে ঃ আরব সাধারণতন্ত্র, সিংহল, ইন্দোনেশিয়া, আফগানিস্থান, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সোভিয়েট ইউনিয়ন, কানাডা, ফ্রান্স, ইতালী, সুইডেন, জাপান, যুক্তরাষ্ট্র, বৃটেন, পশ্চিম জার্মানী, যুগোশ্লাভিয়া, হল্যাণ্ড এবং আরও কয়েকটি দেশ।
বাংলাদেশ (১) \ ১ঃ১১\ ১৬ আগস্ট ১৯৭১
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।