আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গ মাঝি

হে বঙ্গ মাঝি শোন ভাই আজি মিনতি করি তোমায়, বিজয় পানে চেয়ে দিন যায় বয়ে তরী ছাড়ার এইতো সময়। ঘাটে বাঁধা নাও ফের কোথা যাও? গাঙে যে এল জোয়ার, মজবুত করি হাল খানি ধরি তরি তোমার ভাসাও এবার। কত মাঝি এল না’য়ের দায় নিল ডুবাল নাও মাঝ দরিয়ায়! হে নবীন মাঝি জান রেখে বাজি আনিতে কি পারিবে বিজয়? উত্তাল তরঙ্গ, যাত্রা তব ভঙ্গ? পদে পদে বাঁধা? পেয়ো না’ক ভয় আসিবে বিজয় ভুলে যাও শোক, কাঁদা। তোমার বক্ষ করো হে শক্ত মনে রাখ বল, মাঝি মাল্লা সব করে উৎসব ঐ দেখ পূর্ব গগন লাল! যত বাঁধা আছে সব ফেলে পাছে তরী তব পৌঁছিবে তীরে, কাঁধে মিলিয়ে কাঁধ পুরিবে স্বপ্ন-সাধ হারানো গৌরব পাবে ফিরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।