mamun.press@gmail.com অন্ধ্রপ্রদেশ, ৩০ নভেম্বর: ভার্চুয়াল দুনিয়ায় ঝড় তুলে এবার রূপালি পর্দা কাঁপাতে আসছেন মার্কিন গোপন নথি ফাঁস করে সাড়া জাগানো ‘উইকিলিকস’ প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তথ্য অধিকার বিষয়ক একটি ভারতীয় ছবিতে অভিনয় করেতে যাচ্ছেন ভার্চুয়াল দুনিয়ার এই ‘হিরো’। তবে সরাসরি নয়, ভার্চুয়াল পদ্ধতিতে অভিনয় করবেন তিনি।
ভারতের ট্যাবলয়েড পত্রিকা ‘মিড ডে’র অনাইন সংস্করণে তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, ছবিটিতে অভিনয়ের জন্য অ্যাসাঞ্জ সম্মতি জানিয়েছেন।
রাজনৈতি থ্রিলারধর্মী ‘মাখবির’ এবং ‘ডিসেম্বর ১৬’র মতো গুপ্তচরবৃত্তি প্রধান এ ছবিটির নাম এখনো যায়নি। ছবিটি নির্মাণ করছেন হায়দ্রাবাদের অন্যতম চিত্রনির্মাতা মনি শঙ্কর। তিনি ইতোমধ্যেই ছবিটিতে অভিনয়ের জন্য অ্যাসাঞ্জ’র সঙ্গে গোপনে দুই দফা সাক্ষাত করেছেন। সাক্ষাতে ছবিতে সরাসরি সম্ভব না হলেও ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন তিনি।
ছবিটিতে অ্যাসাঞ্জ ছাড়াও ভারতের বিখ্যাত সমাজকর্মী আরভিন্দ কেজরিওয়াল, ইরফান খান, রনবীর কাপুর, জন আব্রাহাম, নিল নিতিন মুকেশ ভারতের বেশ কয়েকজন আলোচিত রাজনীতিবিদদের ভূমিকায় অভিনয় করবেন বলে জানিয়েছেন রবি শঙ্কর।
এ সম্পর্কে তিনি বলেন, “জুলিয়ান অ্যাসাঞ্জ ও আরভিন্দ কেজরিওয়াল আন্তর্জাতিক অঙ্গনের অতিপিরিচিত মুখ। সময়ের স্রোতে তাদের ভূমিকাও অনবদ্য। আর এ কারণেই রাজনৈতিক বাস্তবতার আলোকে যে থ্রিলার মুভি তৈরি করতে যাচ্ছি সেখানে তারা নিজ নিজ ভূমিকায় অভিনয় করবেন। দুজনেই এ বিষয়ে আমার কাছে সম্মতি প্রকাশ করেছেন। ”
ছবিটিতে তথ্য অধিকার সংগ্রাম এবং আমলাতান্ত্রিক জটিলতার বিষয়টি প্রতিফলিত হবে বলেও তিনি জানান।
বার্তা২৪ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।