আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে বিএনপি হারতেই চায়: তোফায়েল

তিনি বলেন, “তারা এ নির্বাচনকে বিতর্কিত করতে যেভাবে উঠে পড়ে লেগেছে, আমার প্রশ্ন করতে ইচ্ছে করে- তারা কি এ নির্বাচনে বিজয়ী হতে চান না? বিএনপি যেভাবে বলছে তাতে মনে হচ্ছে, বিজয়ী হলে তাদের মূল দাবি তত্ত্বাবধায়ক ম্লান হয়ে যাবে।”
শুক্রবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ প্রধানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য এসব কথা বলেন।
বিএনপি গাজীপুরের নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করলেও সেখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেও দাবি করেন ক্ষমতাসীন দলের এই জ্যেষ্ঠ নেতা।
গত মাসে অনুষ্ঠিত চার সিটি কর্পোরেশন নির্বাচনসহ বর্তমান সরকার মেয়াদে অনুষ্ঠিত সব নির্বাচনের কথাও তুলে ধরেন তিনি।
‘গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপির নানা অপপ্রচার ও নির্বাচন প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে’ ভোটের আগের দিন এ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ।
গাজীপুরে ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানের জয়ের শতভাগ সম্ভাবনা রয়েছে বলে জানান তোফায়েল।
তিনি বলেন, “বরিশাল, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মত গাজীপুরকে ভাবলে চলবে না। গোপালগঞ্জের পরে গাজীপুরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি।” সংবাদ সম্মলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.