রোববার দুপুর তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী।
পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে ২৫টি আধা পাকা ও ১৫টি টিনের কাঁচা ঘর।
এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে দুই শ্রমিক আহত হয়েছেন।
তারা হলেন, এসকেবি স্টিল কোস্পানির শ্রমিক আরিফ হোসেন (৩০) ও আলম হোসেন (৩০)।
শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান মণ্ডল বলেন, বৈরাগীর চালা গ্রামের আফজাল হোসেন ভুঁইয়ার বাড়ির ৪০টি ঘর আগুনে পুড়ে গেছে।
“তিনি ৫০টি ঘর নির্মাণ করে চারটি নিজে ও অন্যান্য ঘরগুলো পোশাক শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন। ”
গাজীপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আবু জাফর বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুই সাংবাদিক আহত:
আগুন লাগার খবর সংগ্রহ করে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন।
তারা হলেন দৈনিক নবরাজের শ্রীপুর প্রতিনিধি এমদাদুল হক (৩৫) ও আরটিভির গাজীপুরের ক্যামেরাম্যান হোসাইন আলী বাবু (২৮)। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।