আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে আগুনে পুড়ল ৪০ ঘর

রোববার দুপুর তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী।
পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে ২৫টি আধা পাকা ও ১৫টি টিনের কাঁচা ঘর।
এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে দুই শ্রমিক আহত হয়েছেন।
তারা হলেন, এসকেবি স্টিল কোস্পানির শ্রমিক আরিফ হোসেন (৩০) ও আলম হোসেন (৩০)।
শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান মণ্ডল বলেন, বৈরাগীর চালা গ্রামের আফজাল হোসেন ভুঁইয়ার বাড়ির ৪০টি ঘর আগুনে পুড়ে গেছে।


“তিনি ৫০টি ঘর নির্মাণ করে চারটি নিজে ও অন্যান্য ঘরগুলো পোশাক শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন। ”
গাজীপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আবু জাফর বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুই সাংবাদিক আহত:
আগুন লাগার খবর সংগ্রহ করে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন।
তারা হলেন দৈনিক নবরাজের শ্রীপুর প্রতিনিধি এমদাদুল হক (৩৫) ও আরটিভির গাজীপুরের ক্যামেরাম্যান হোসাইন আলী বাবু (২৮)। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.