আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে ৬ ডাকাত গ্রেপ্তার

সোমবার রাতে এদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাকৃতরা হলেন- উজ্জল হোসেন (২৩), বাবুল হোসেন (২৮), খেদিনা ওরফে খোকন (২৮), রফিকুল ইসলাম (২৫), মঞ্জু মিয়া (২৮) এবং আতাউর রহমান (৩০)।
কালিয়াকৈর থানার ওসি মো. ওমর ফারুক জানান, সাভারের হেমায়েতপুর এলাকার অভনি টেক্সটাইল লিমিটেড ও বাইপাইল বার্ডস গ্রুপের কারখানা থেকে এক হাজার ৩৩২ কেজি ফেব্রিক্স কাপড় পিকআপ ভ্যানে করে টাঙ্গাইলের মির্জাপুর এলাকার নিউএইজ টেক্সটাইল লিমিটেড কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। নিউএইজ টেক্সটাইলের মার্কেটিং সুপার ভাইজার নূরুল ইসলাম ওই গাড়িতে ছিলেন।
পিকআপ ভ্যানটি কালিয়াকৈরের পাশে সাহেব বাজার এলাকায় পৌঁছালে ডাকাতরা একটি মাইক্রোবাস নিয়ে গতিরোধ করে।


ওসি জানান, ডাকাতরা চালক সুজন ও সুপারভাইজার নুরুল ইসলামকে মাইক্রোবাসে তুলে নিয়ে পিকআপটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে রেখে যায়।
পরে ডাক-চিৎকারে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে।
উদ্ধারের পর কালিয়াকৈর-ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ফোন করে ঘটনাটি জানালে বাসস্ট্যান্ডের লোকজন একটি বাস দিয়ে রাস্তা অবরোধ করে ডাকাতদের মাইক্রোবাসটি আটক করে এবং ছয় ডাকাতকে পিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ ডাকাতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানান ওসি ওমর ফারুক।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.