সোমবার রাত ১২টায় ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের ঘোনাপাড়ায় তাদের প্রাইভেটকারটি দুর্ঘটনায় পড়ে। মঙ্গলবার সকালে পুলিশ সেলিম ফরাজীর (২২) লাশ উদ্ধার করে।
সেলিম নরসিংদীর চর মাধবদী এলাকার শহীদুল্লাহ ফরাজীর ছেলে।
আহতরা হলেন সৈকাদি গ্রামের যাদব দে’র ছেলে সাগর দে (২৮), পাঁচদোনা বেপারীপাড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে সুমন মিয়া (২২), রনজিত দাসের ছেলে সুমন দাস (২৭) ও কবিরাজপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ছোটন মিয়া (২৭)।
তাদের মধ্যে ছোটন নরসিংদী কলেজের ছাত্র ও অন্যরা ব্যবসায়ী বলে স্বজনরা জানিয়েছেন।
নিহত সেলিম ফরাজীর চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান, তারা পাঁচ বন্ধু সোমবার (২৭ মে) সকালে নরসিংদীর পাঁচদোনা মোড় থেকে একটি ভাড়া প্রাইভেটকার নিয়ে ঢাকা বেড়াতে যান।
ফেরার পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে সেলিম নিহত হন।
কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিন্টু চন্দ্র সরকার জানান, আহতদের চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, রাতে চেষ্টা করেও প্রাইভেটকারের ভেতর থেকে লাশ বের করা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকালে ক্রেন এনে সেলিমের লাশ উদ্ধার করা হয়।
প্রাইভেটকারের চালক পলাতক রয়েছেন বলে তিনি জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।