বৃহস্পতিবার সকালে সালনা বাজার এলাকা থেকে রঞ্জিত দাস সরকারের (৩৫) লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
রঞ্জিত টাঙ্গাইলের মির্জাপুর থানার গোড়াকি এলাকার সুশীল সরকারের ছেলে।
এ ঘটনার পর দোকান কর্মচারী বলরাম (৪২) পলাতক রয়েছে।
রঞ্জিতের ভাতিজি জামাই গোপাল দাস জানান, গত দু’দিন আগে বলরাম কর্মচারী হিসেবে রঞ্জিতের দোকানে কাজ নেয়। বুধবার রাতে তারা দোকানে ঘুমিয়ে পড়েন।
সকাল ১১টার দিকে দোকান না খুললে তিনি বাসা থেকে চাবি এনে দোকান খুলে রঞ্জিতের গলাকাটা লাশ দেখতে পান।
দোকান থেকে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণ খোয়া গেছে বলে তিনি দাবি করেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, নিহতের গলা কাটা ছাড়াও এসিড দিয়ে মুখমণ্ডল ও বুক ঝলসে দেয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।