হরতালের ২য় দিন গাজীপুরের টঙ্গীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এছাড়া জয়দেবপুরের একটি স্কুলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তায় আগুন দেয় ১৮দলীয় জোটের কর্মীরা।
জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে জয়দেবপুরের রাজবাড়ি রোডে রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসময় কোন কেউ আহত হয়নি বলে জানা যায়। পরে রাস্তায় কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা।
অপরেদিকে ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা ভিআইপি-২৭ পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-জ-১৪-৪১৪১) আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। আগুন দেখে বাসে থাকা কয়েকজন যাত্রী দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে। ঘটনার পর স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।