আমাদের কথা খুঁজে নিন

   

তরুণদের জন্য মরিনিয়োর ‘উদাহরণ’ দ্রগবা

আইভরি কোস্টের স্ট্রাইকার দ্রগবাকে ২০০৪ সালে মরিনিয়োই চেলসিতে নিয়ে আসেন। লন্ডনের ক্লাবটির হয়ে ৩৪১ ম্যাচে ১৫৭ গোল করা দ্রগবার ২০১১-১২ মৌসুমে চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পেছনে বড় অবদান ছিল। তবে এরপরই তিনি যোগ দেন চীনের সাংহাই শেনহুয়া ক্লাবে। সেখানে কয়েক মাস কাটিয়ে গত জানুয়ারি থেকে তার ঠিকানা তুরস্কের গ্যালাতাসারাই। গত মাসে দ্বিতীয় দফায় চেলসির কোচের দায়িত্ব নেয়া মরিনিয়ো সাবেক শিষ্যর প্রশংসা করে বলেন, “মানুষ ও পেশাদার ফুটবলার হিসেবে দিদিয়ের দ্রগবা অসাধারণ। এই ক্লাবের ইতিহাসে সে বিশেষ একজন খেলোয়াড় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।” “দলের তরুণ খেলোয়াড়দের আমাকে অনুসরণ করতে প্রভাবিত করার জন্য আমি তাদের সামনে দিদিয়েরের উদাহরণ টেনে আনতে পারি। কারণ প্রথম দিন থেকেই সে (দ্রগবা) আমাকে অনুসরণ করেছিল।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।