আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র আশুরা ও তরুণদের বাড়াবাড়ি

হিজরি সালের প্রথম মাস মহররমের ১০ তারিখ। এই দিনে অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) চক্রান্তকারী ইয়াজিদ বাহিনীর হাতে কারবালায় মর্মান্তিকভাবে শাহাদাতবরণ করেন। বিশ্বের মুসলমানদের কাছে দিনটি একদিকে যেমন শোকের, তেমনি অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেতনায় উজ্জ্বল। ইসলামের ইতিহাসে কারবালার এই শোকাবহ ঘটনার আগেও এ দিনে নানা তাৎপর্যময় ঘটনা ঘটেছে। ইয়াজিদ বাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পরিবার-পরিজন, সঙ্গী-সাথিসহ হজরত ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাতবরণের এই মর্মান্তিক ঘটনা ছাড়া এই দিনে অনেক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বলে হাদিস শরিফে উল্লেখ রয়েছে।

আদিমানব হজরত আদম (আ.) এই দিনে পৃথিবীতে আগমন করেন এবং এই দিনই তাঁর তওবা কবুল হয়। এই ১০ মহররম তারিখে হজরত নূহ (আ.)-এর নৌকা মহাপ্লাবন থেকে রক্ষা পায়। এর বাইরেও এই মহিমাময় দিনে আরও অনেক তাৎপর্যপূর্ণ ঘটনার উল্লেখ রয়েছে ইসলামের ইতিহাসে। হাদিস শরিফে আছে, মহররম মাসের ১০ তারিখ, অর্থাৎ শোকাবহ এই আশুরার দিনেই কেয়ামত ঘটবে। ইসলামের ইতিহাসে ১০ মহররম তারিখটির নানা গুরুত্ব ও তাৎপর্য থাকলেও কারবালায় ঘটে যাওয়া সর্বশেষ মর্মান্তিক ঘটনার স্মরণেই বর্তমান দুনিয়ার মুসলমানেরা দিনটি পালন করে থাকেন।

মুসলমানেরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এই দিনে রোজা পালন করেন। বুখারী(১৮৬৫) শরীফে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা থেকে বর্নিত তিনি বলেন রাসূল (স মদীনায় এসে দেখলেন ইহুদীরা ১০ ই মোহাররম রোজা রাখতেছে। তিনি তাদেরকে কারন জিজ্ঞেস করলেন, তারা বলল এই দিন ইসরাইলের সন্তানদেরকে তাদের শত্রুদের থেকে আল্লাহ রক্ষা করেছিলেন, তাই মূসা (আ এই দিনে রোজা রাখতেন তাই আমরাও রোজা রাখি। রাসূল (স বললেন আমরা তোমাদের চেয়ে মূসার নিকটতম, তাই আমরাও রোজা রাখব। এই বলে তিনি সবাইকে রোজা রাখতে বললেন।

অনত্র আছে যে, যাতে ইহুদী খৃষ্টাণদের সাথে মিলে না যায় তার জন্য দুই দিন রোজা রাখা ভাল। কিন্তু আমাদের দেশের তরুণরা কোরআন ও হাদীছের কথা না জেনে মনগড়া অনুষ্ঠান পালন করে যা সম্পূর্ন ধর্ম বহি:র্ভূত। কোরআন ও হাদিছের কোথাও নাই যে নিজেকে কষ্ট দেওয়ার মাধ্যেম পূণ্য আছে। বরং স্পষ্ট বলা আছে আত্নহত্যা মহাপাপ। যেহেতু হত্যার পরিকল্পনা করাও হত্যার অপরাধের চেয়ে কম নয় সেহেতু নিজের শরীর কাটা, রক্ত ঝরানোর মাধ্যমে ও মৃত্যু হতে পারে এই শর্তে তারাও অপরাধী।

এরা সওয়াবের আশায় অধর্ম করে একদিকে যেমন ধর্মের ক্ষতি করে আল্লাহর দুশমনি করছে তেমনি হোসাইন (রা.) এর অভিশাপ কুড়াচ্ছে। পবিত্র আশুরা ও তরুণদের বাড়াবাড়ি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.