আমাদের কথা খুঁজে নিন

   

তরুণদের প্রজন্ম চত্বর

তরুণ রাই একটি জাতির ভবিষ্যত নির্ধারণ করে। একটি জাতি মাথা উচু করে দাঁড়াবে নাকি সারা জীবন মাথা হেঁট করে চলবে সেটা সেই জাতীর তরুণ সম্প্রদায়ের শিক্ষা সংস্কৃতির উপর নির্ভর করে। বাংলাদেশের তরুণ সম্প্রদায় এতদিন এক রকম ঘুমিয়েই দিনাতিপাত করছিল। সাধুবাদ জানাই আজ তারা জেগে উঠেছে। তাদের এই জাগরণ সঠিক না ভুল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে তা বড় কথা নয়।

এতদিন যারা মায়ের আচলের আশ্রয়ে ছিল তারা আজ রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমেছে , অবশ্যই এর একটা ভাল দিক আছে। বাংলার তরুণদের এই জাগরণকে একটি শিশুর সাথে তুলনা করা যায়। একটি শিশু জন্মের পর সে কোনদিকে তাকায় সে নিজেই সেটা জানে না। সে সবদিকেই তাকায় কিন্তু সে বুঝতে পারে না যে সে কি দেখছে। বাংলার তরুণ সমাজ এই ধাপ টি পার হয়ে এসেছে।

শিশু যখন একটু বড় হয় তখন সে দেখার ব্যাপারে অন্যের উপর নির্ভর করে। তখন তাকে কেউ যেদিকে তাকাতে বলবে সে সেইদিকেই তাকিয়ে থাকবে। সে জিনিস টি যদি পৃথিবীর সবচেয়ে অপ্রিয় জিনিস ও হয় তাও সে অপলক তাকিয়ে থাকবে। ঠিক এই ধাপটিতেই রয়েছি আমরা। সুযোগ সন্ধানী একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করার জন্যে আমাদের দৃষ্টি কে ভুল দিকে ঘুরিয়ে দিয়ে আমাদের দিকভ্রান্ত করার চেষ্টায় নিমজ্জিত।

কিন্তু তারা কি জানে না আর কিছুদিন পরেই শিশুটি আরো বড় হবে, পরিপক্কতা লাভ করবে। তখন সে কি দেখছে, কি করছে সব আপন জ্ঞান দিয়ে বিচার করবে, এবং কেউ তাকে দিকভ্রান্ত করার চেষ্টা করলে তাকে তার সমুচিত জবাব দিবে। যদি সেই স্বার্থান্বেষী গোষ্ঠী এই ব্যাপার টা সম্পর্কে অজ্ঞ থেকে থাকেন তবে সেইদিন বেশি দূরে নয় যেদিন এই জাগ্রত তরুণদের হাত ধরেই তাদের পতনের সুর বেজে উঠবে। তবে আমি মনে করি তারা বিষয়টি সম্পর্কে অজ্ঞাত নয়। যদি তা না হয়ে থাকে তাহলে আমি তরুণ প্রজন্মের সামনে বড় ধরণের বিপদের আশঙ্কা করছি।

কারণ এই স্বার্থন্বেশী মহল্ টি চাইবে না তরুণদের এই আন্দোলন পরিপক্কপ্তা লাভ করুক। তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেলেই তারা এই তরুণদের উপর নির্মম হয়ে ওঠা টা অশ্বাভাবিক কিছু হবে না। তাই আজকে তরুণ ভাইদের প্রতি আহ্বান নিজের চোখের উপর নিয়ন্ত্রন নিন। সম্পূর্ণ জাগ্রত অবস্থায় চারিপাশে কি ঘটছে যাচাই করে নিন। অন্যের প্রদর্শিত পথে হেটে বেশিদুর এগুনো সম্ভব নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।