অবশ্য হেরে গেলেও তেমন ক্ষতি হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোয় আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে তাদের। শনিবার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
কাঠমান্ডুর আর্মি মাঠে ৪৩ মিনিটে বেদাশ্বর সিংয়ের ফ্রি কিকে এগিয়ে যায় ভারত। শেষ মুহূর্তে ভারতীয়দের জয় নিশ্চিত করা গোলটি কৃষ্ণ পণ্ডিতের।
খেলা শেষে বাংলাদেশের কোচ রেনে কোস্টার বলেন, “দুটি গোলই আমরা নিজেদের ভুলে খেয়েছি। তবে ছেলেরা তেমন খারাপ খেলেনি। আশা করি সেমিফাইনালে তারা আরো ভালো খেলবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।