মঙ্গলবার চিকিত্সা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় সাংবাদিকদেরকে এ বিষয়ে জানান নির্যাতনের শিকার গৃহবধূ সোহাগী (২০)।
বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের দক্ষিণধুরু গ্রামে রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
ছয় মাস আগে এই গ্রামের নুরু মিয়ার ছেলে ফারুকের (২৫) সঙ্গে বেলাব উপজেলার বড়িবাড়ি গ্রামের জাকির হোসেনের মেয়ে সোহাগীর (২০) বিয়ে হয়। এটি ফারুকের দ্বিতীয় বিয়ে।
সোহাগী বলেন, বিয়ের পর থেকে ‘জুয়াড়ী’ ফারুক তাকে বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দেয়ার দাবি জানিয়ে আসছিল।
যৌতুক না দেয়ায় সোহাগীর উপর প্রায়ই নির্যাতন চালাত স্বামী, শাশুড়ী এবং ননদরা।
রোববার বিকালে যৌতুক নিয়ে সোহাগীর সঙ্গে স্বামী ফারুকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী তাকে মারধর করে।
“এর পরে স্বামী, শ্বাশুড়ী ও ননদরা মিলে আমাকে মারধর করে এবং মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। ”
খবর পেয়ে সোহাগীর ভাই বাবু ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
পরে সোমবার সকালে তাকে বেলাব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে সোহাগী বাদী হয়ে স্বামীসহ ৯ জনের বিরুদ্ধে বেলাব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বেলাব থানার ওসি (তদন্ত) আবু তাহের দেওয়ান বলেন, এ ঘটনায় জড়িত অপর আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।