RUBEL
যৌতুক একটা অযুক্তিক শব্দ। আমার চোখে দেখা- আমার কাজিনের মেয়ের বিয়ে হয়েছে গত বছরের জুন মাসে। ছেলে ব্যবসা করে। বড় ব্যবসায়ী দেখে বিয়ে দেওয়া হয়েছে। শহরে বাড়ী মেয়ে আমার সুখে থাকবে।
ছেলে পক্ষ বিয়ের আগের দিন গনে দুই লক্ষ টাকা নিয়েছে। বিশহাজার টাকা সট ছিল তাও বুঝে নিয়েছে। বিয়ে হলো। ঠিক এক বছরের মাথা ছেলের হার্টের সমস্যা। দিনাজপুর হার্ট ফাউন্ডেশন থেকে ফেরত।
তারপর ঢাকায় নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেছে হার্ট রিং লাগাতে হবে। একটি রিং এর দাম দুই লক্ষ টাকা। তাই করল, লাগালো। মোট চিকিৎসা বাবাদ ৩০,০০০/- + ২,০০,০০০/- = ২,৩০,০০০/- টাকা খরচ হয়েছে।
এখন মোটামুটি সুস্থ্য তয় আগের মত নয়। এখন দেখেন এনজিও ব্যাংক থেকে দুই লক্ষ টাকা ঋণ নিলে ১৫% সুদ হিসাবে এক বছরের সুদাসল আসে- ২,৩০,০০০/- টাকা। ঠিক তাই খরচ হয়েছে। মাঝখানে তার ক্ষতটা থাকলো।
যৌতুক দয়া করে নিবেন না আর দিবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।