আমাদের কথা খুঁজে নিন

   

পরিবেশ দিবসে লাউয়াছড়ায় ১৮ প্রাণী অবমুক্ত

বুধবার দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান প্রাণীগুলোকে বনে ছাড়েন।
এ সময় উদ্যানে একটি বট গাছের চারাও রোপণ করেন তিনি।
শ্রীমঙ্গলের বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রাণী অবমুক্তির  উদ্যোগ নেয়।
একটি অজগর সাপ, একটি মেছো বাঘ, একটি গন্ধগোকুল, একটি বাদামী বানর, দুইটি সোনালী বিড়াল, দুইটি বন্য শুকর, চারটি সরালী ও ছয়টি সাদা বক অবমুক্ত করা হয় উদ্যানে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাণীগুলো গত একমাসে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা থেকে ধরা পড়ে।


তিনি বলেন, প্রাণীগুলো লাউয়াছড়াসহ বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়ে। কয়েকটি মারপিটে আহতও হয়। প্রাণীগুলোকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা দিয়ে সুস্থ করে তোলা হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান প্রমুখ।
প্রাণী অবমুক্ত শেষে বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে জীববৈচিত্র্য বিষয়ক রিপোর্টিংয়ে বিশেষ অবদান রাখার জন্য ছয় সাংবাদিককে বিশেষ সম্মাননা দেয়া হয়।


স্থানীয় চায়ের দেশ সম্পাদক গোপাল দেব চৌধুরী, প্রথম আলোর বিশ্বজ্যোতি চৌধুরী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক মানবজমিনের কামরুল আম্বিয়া, ইত্তেফাকের সৈয়দ নেসার আহমদ, দৈনিক জনতার সাবেক প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আলী, মোহনা টিভির আতাউর রহমান কাজল এ সম্মাননা পান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.