আমাদের কথা খুঁজে নিন

   

মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে মুক্তিযোদ্ধা শিক্ষক জিন্নাত আলীর খুন প্রমান করলো..যুদ্ধ এখনো শেষ হয়নি।

ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে। বরিশালে ছাত্রীদের বুকফাটা কান্না, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মানদেওয়ার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা শিক্ষক জিন্নাত আলীর দাফন সম্পন্ন হয়েছে। নিজ মেয়েকে মৃত কৃষ্ণ চন্দ্র দে’র বখাটে পুত্র রূপম চন্দ্র কতৃক উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন জিন্নাত আলী। বখাটে থেকে নিজ মেয়েকে রক্ষার জন্য মৃত্যুর কিছুদিন আগেও তিনি চেয়েছিলেন পুলিশের সাহায্য, করেছিলেন জিডি।

সেই জিডি করার খেসারত দিতে হল তাকে। পুলিশ এ ব্যাপারে কিছুই করেনি। আর তাই রাষ্ট্রের এই ব্যর্থতায় নিজেই প্রতিবাদী হয়ে মেয়ের ইজ্জত রক্ষা করতে গিয়ে জীবন দিয়েই মহান মুক্তিযোদ্ধা শিক্ষক জিন্নাত আলী আমাদের জানিয়ে গেল যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা এখনো হতে পারেনি সভ্য। এখনো আমরা লুলুপ দৃষ্টি ফেলি আমাদেরই বোনের উপর, করি তাদের সর্বনাশ।

আর এইসব বখাটে রুপম চন্দ্রদের অনৈতিক কাজে প্রতিবাদ করতে গিয়ে গতবছর নিহত হয় নাটোরের শিক্ষক মিজানুর রহমান ও ফরিদপুরের চাঁপা রানী ভৌমিক। এখন আমরা যদি বলি, বছর চলে যাবার পরেও সেইসব খুনের আজো বিচার না হওয়ায় এই মুক্তিযোদ্ধা শিক্ষক জিন্নাত আলী হত্যা হয়েছে সেটা কি ভুল হবে?? আসুন সমাজের এসব অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে মাথানত না করে প্রতিবাদ আর প্রতিরোধ গড়ে তুলি যদি সেটা হয় জীবনের বিনিময়েও। সুত্র- View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.