প্রথম দুই ঘণ্টা টানা পতনের পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবার ঊর্ধ্বমুখী হয়েছে। বেলা একটার দিকে গতকালের তুলনায় সূচক বাড়ে ৪২ পয়েন্ট। এরপর আবার সূচকের নিম্নমুখী প্রবণতা শুরু হয়। আজ বেলা একটা ৩০ মিনিট পর্যন্ত মোট লেনদেন হয়েছে ১৮২ কোটি টাকা।
দিনের শুরুতে গতকালের ধারাবাহিকতায় আজ সোমবারও লেনদেনের শুরুতে সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যায়।
বাজার শুরুর আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমায় সূচকের পতন হয়েছে। ফলে ডিএসইর সাধারণ মূল্যসূচক আবারও পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে আসে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৩০ পয়েন্ট কমে ৪,৯৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। ২০ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে ১৫৬ পয়েন্ট কমে যায়।
ডিএসইতে মোট ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৩টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১০টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ সময় পর্যন্ত ডিএসইতে ৫৪ কোটি টাকা লেনদেন হয়েছে।
আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হল, ইউনাইটেড এয়ার, জাহিনটেক্স, বেক্সিমকো, ইউসিবিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, এনবিএল, গ্রামীণফোন, সিটি ব্যাংক, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস ও বেক্সিমকো ফার্মা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।