দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদ নির্বাচন চলছে। আজ সোমবার সকাল ১০টায় ভোট নেওয়া শুরু হয়েছে। চলবে রাত আটটা পর্যন্ত। মতিঝিলের ডিএসই ভবনের লবিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চারটি পদের বিপরীতে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আট প্রার্থী হলেন—শরীফ আনোয়ার হোসাইন, শামীম আফজাল, আজিজুল হক, লুত্ফর রহমান বাদল, শাহেদ আবদুল খালেক, মঞ্জুর উদ্দিন আহমেদ, দস্তগির মোহাম্মাদ আদিল ও খুজিস্তা নূর-ই নাহরিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে ভোট নেওয়ার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। গতকাল ডিএসইর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ডিএসইর ভোট নেওয়া চলবে বিকেল চারটার পরিবর্তে রাত আটটা পর্যন্ত।
ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, নির্ধারিত সময়ে ভোট নেওয়া শুরু হয়েছে এবং তা এখনো চলছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হাসেম।
কমিশনের অন্য দুই সদস্য হলেন অধ্যাপক এম কামাল উদ্দিন ও অধ্যাপক রুহুল আমীন সরকার।
১৫ জুন ডিএসইর ৫১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওই দিনই নতুন নির্বাচিত চার পরিচালকসহ মোট ১২ জনের মধ্য থেকে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করা হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।