সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালনা পর্ষদের নিয়মিত সভায় ডিএসইর সাধারণ মূল্য সূচক (ডিজিইএন) প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আগামী ১ অগাস্ট থেকে ডিএসইর ওয়েবসাইটে শুধু সার্বিক সূচক ডিএসএক্স ও বাছাই সূচক ডিএস ৩০ দেখা যাবে ।
২০১১ সালের ডিসেম্বরে স্টক এক্সচেঞ্জগুলোর জন্য ‘আন্তর্জাতিক মানের’ এবং ফ্রি ফ্লোটের (লেনদেনযোগ্য শেয়ার) ভিত্তিতে নতুন মূল্যসূচক চালুর সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এর ধারাবাহিকতায় জানুয়ারির শেষ সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক ডিএসএক্স চালু করা হলেও এতোদিন পরীক্ষামূলকভাবে দুধরনের সূচকই দেখানো হতো। কিন্তু দুধরনের সূচকে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ায় পুরনো সূচক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।