আমাদের কথা খুঁজে নিন

   

মধুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, পাইলট আহত

জানতে চাই অনেক কিছু..... বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান টাঙ্গাইলের মধুপুরে দুর্ঘটনায় পড়েছে। রোববার দুপুর পৌনে একটার দিকে বিমান বাহিনীর এল-৩০ বিমানটি দুর্ঘটনায় পড়ে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অপারেশন) গ্রুপ ক্যাপ্টেন সাইয়েদুল হাসান বাংলানিউজকে তথ্যটি নিশ্চিত করেন। ঘটনাস্থল থেকে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম দেওয়ান জানান, দুর্ঘটনায় বিমানের পাইলট গুরুতর আহত হয়েছে। তার সহকারী মামুন অক্ষত রয়েছেন।

পাইলটকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঘাটাইল সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউসমারা ইউনিয়নের মহিষমারা এলাকায় দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, মধুপুরের ফায়াস সার্ভিস ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। ঘাটাইল সেনাবাহিনীর টিম ও মধুপুর থানা পুলিশ উদ্ধারকাজে সহযোগিতা করছে।

তথ্য সূত্রঃ বাংলানিউজ২৪.কম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.