আমাদের কথা খুঁজে নিন

   

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ধানক্ষেতে

ওই উড়োজাহাজে থাকা দুই বৈমানিক অক্ষত রয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুশীলনের সময় কারিগরি ক্রুটির কারণে বৃহস্পতিবার বেলা ১১টা ২২ মিনিটে যশোর বিমান বন্দরের কাছে মাইদী গ্রামে পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণ করে।

তবে বিমানের দুই পাইলট স্কোয়াড্রন লিডার ফারুক ও পাইলট অফিসার জামী তাৎক্ষণিকভাবে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

“দুই বৈমানিক অক্ষত ও সম্পূর্ণ সুস্থ আছেন। দুর্ঘটনার পরপরই বিমান বাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টারের মাধ্যমে তাদের  বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।”

যশোর কোতোয়ালি থানার ওসি ইমদাদুল হক শেখ জানান,জরুরি অবতরণের পর বিমানটির একটি ডানা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।সেটি ধানক্ষেতেই রয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.