আমাদের কথা খুঁজে নিন

   

শুরুতে ১৭ লাখ গ্রাহককে থ্রি-জি সেবা

অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মার্চ থেকে ১৭ লাখ গ্রাহককে তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) সেবা দেওয়ার প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। এ তথ্য জানিয়ে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, থ্রি-জি সেবা দিতে গ্রাহকদের আলাদা সিম সরবরাহ করা হবে। বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ১২ লাখ জানিয়ে তিনি বলেন, মার্চের আগেই টেলিটকের গ্রাহক সংখ্যা আরো ১৮ লাখ বাড়বে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বড় বড় শহরের গ্রাহকরা থ্রি-জি সেবা পাবেন বলে জানান তিনি। অন্য অপারেটররা বাজারে আসার আগেই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে টেলিটক আগামী মার্চ থেকে ছয় মাস পরীক্ষামূলক থ্রি-জি সেবা দেওয়ার অনুমতি ইতিমধ্যে পেয়েছে।

এদিকে গত বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ জানিয়েছেন, আগামী জুন মাসে থ্রি-জি লাইসেন্সের উন্মুক্ত নিলাম হবে। এতে বেসরকারি অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল ও রবির পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানও অংশ নিতে পারবে। থ্রি-জি প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে তথ্য পরিবহন সম্ভব বলে মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব। এ সেবা দ্রুত চালু করতে গত ৯ অগাস্ট সংশ্লি¬ষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘থ্রি-জির ঘোষণায় গ্রাহক বাড়ছে’ টেলিটক এমডি মুজিবর বলেন, আগামী ২৬ মার্চ থেকে গ্রাহকদের থ্রিজি সেবা দিতে টেলিটক পুরোদমে কাজ করে যাচ্ছে।

থ্রি-জি সেবা বিষয়ক ঘোষণার পর থেকে এর গ্রাহক সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। প্রতিমাসে টেলিটকের ৫০ হাজারের বেশি সিম বিক্রি হচ্ছে জানিয়ে মুজিবর বলেন, “আগামী ফেব্র“য়ারি নাগাদ গ্রাহক সংখ্যা ৩০ লাখে নিয়ে যেতে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। ” শুরুতে টেলিটকের সর্বোচ্চ ১৭ লাখ গ্রাহক থ্রি-জি সুবিধা পাবেন বলে জানান টেলিটক এমডি। তিনি বলেন, ফেব্র“য়ারি নাগাদ ৩০ লাখ গ্রাহক হলে তাদের মধ্যে থেকে বিভিন্ন অফারের মাধ্যমে থ্রি-জি সেবা দেওয়া হবে। “এ জন্য টেলিটকের মাকের্টিং বিভাগ বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে,” যোগ করেন তিনি।

থ্রি-জি সেবা দিতে আলাদা সিম সরবরাহ করা হবে জানিয়ে মুজিবর রহমান বলেন, “এই সিমে একইসঙ্গে টু-জি ও থ্রি-জি সেবা পাবেন গ্রাহকরা। ” রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে টেলিটক আগামী বছরের ২৬ মার্চে পরীক্ষামূলকভাবে থ্রি-জি মোবাইল সেবা চালু করবে বলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজীউদ্দিন আহমেদ রাজু গত ৭ সেপ্টেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছিলেন। প্রথমে বড় শহরে প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বড় বড় শহরের গ্রাহকরা থ্রি-জি সেবা পাবেন বলে জানান মুজিবর। তিনি বলেন, মার্চের পর নেটওয়ার্ক আরো স¤প্রসারণ করে সারা দেশে সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। টেলিটকের নেটওয়ার্ক পরিকল্পনা সম্পন্ন হয়েছে জানিয়ে মুজিবর রহমান বলেন, সারা দেশে টেলিটকের আরো আড়াই হাজার বিটিএস (বেইজ ট্রান্সিভার স্টেশন) স্থাপন করা হচ্ছে।

বর্তমানে টেলিটকের ১৭৩০টি বিটিএস রয়েছে। এছাড়া শুধু থ্রি-জি’র জন্য সারা দেশে ৭০০টি বিশেষ বিটিএস স্থাপন করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, এর পাশাপাশি ৫০০টি নতুন ট্রান্সমিশন রিসিভার ইকুইপমেন্ট স্থাপন করা হবে। থ্রি-জি প্রযুক্তি চালু করতে অচিরেই মূল যন্ত্রপাতি দেশে পৌঁছাবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/২১০৭ ঘ.  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.