দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে শুরু হয়েছে লেনদেন। আধা ঘণ্টা শেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে একদিকে যেমন দর বেড়েছে তেমনি প্রায় সমসংখ্যক প্রতিষ্ঠানের দর কমেছে। অন্যদিকে সূচক কমেছে সামান্য।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে দুই পয়েন্ট কমে ৪,৯৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হলেও ২৫ মিনিটে গতকালের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে যায়।
পরে আধা ঘণ্টায় সূচক নিম্নমুখী হয়ে কমে যায় দুই পয়েন্ট। এভাবে প্রতিবেদন লেখা পর্যন্ত সূচক কমছিল।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে মোট ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮০টির দাম বেড়েছে। কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে। আধা ঘণ্টা শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—
লঙ্কাবাংলা ফিন্যান্স, পদ্মা অয়েল, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স. সার্ভিসেস লিমিটেড, গ্রামীণ ফোন, এমআই সিমেন্ট এবং আফতাব অটোমোবাইলস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।