রোববার বাংলাদেশ হকি ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য দেশের সবগুলো জেলাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে ১২টি জেলা নাম এন্ট্রি করেছে।
নাম এন্ট্রির শেষ তারিখ ২২ অক্টোবর।
হকি ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির সম্পাদক আনভীর আদেল খান বলেন, “গতবারের জাতীয় যুব হকিতে ২৪টি জেলা অংশ নিয়েছিল। আশা করি এবার আরো বেশি দল অংশ নেবে।”
এবারের প্রতিযোগিতা হবে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়াম ও দিনাজপুর স্টেডিয়ামে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।