আমাদের কথা খুঁজে নিন

   

গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র এপ্লিকেটর

সহজ পদ্ধতিতে গুটি ইউরিয়া প্রয়োগের আধুনিক যন্ত্র এপ্লিকেটর এখন গবেষণার চূড়ান্ত পর্যায়ে। মাঠ মাঠে চলছে পরীক্ষা-নিরীক্ষার কাজ। কৃষকরা আগামী ৪ মাসের মধ্যে এই যন্ত্রটি হাতে পাবেন বলে আশা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও আইএফডিসি ঊর্ধ্বতন কর্মকর্তারা। সারা দেশে গুটি ইউরিয়া প্রয়োগ করে কৃষকরা বেশ লাভবান হয়েছে। কিন্তু গুটি প্রয়োগ যন্ত্রের স্বল্পতা ও প্রাপ্তি নিয়ে কৃষকরা ছিল উদ্বিঘ্ন।

ইউএসএইড-এর অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের সাথে আইএফডিসি স্বল্পমূল্যে ও সহজ পদ্ধতির গুটি ইউরিয়া প্রয়োগের আধুনিক যন্ত্র প্রদান চুক্তি স্বাক্ষরের পর গবেষণাগারে চলে নানা ধরনের গবেষণা। নির্ধারিত সময়ে এপ্লিকেটর তৈরি করে এখন চলছে সেমিনার ও মাঠ পর্যায়ে গবেষণার কাজ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসটি মিলনায়তনে সমপ্রতি কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের ডিন প্রফেসর ড. আবুল খায়েরের সভাপতিত্বে এক সেমিনার ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সেমিনারে বাকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ রফিকুল হক প্রধান অতিথি ছিলেন। আপি প্রকল্পের চিফ অব পাটি গ্রাহাম হান্টার, আইএফডিসির বাংলাদেশস্থ প্রতিনিধি ইশরাত জাহান, কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের প্রফেসর ড. রফিকুল ইসলাম সরকার, ড. এটিএম জিয়াউদ্দিনসহ আইএফডি সিনিয়র এগ্রিকালচার বিশেষজ্ঞরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।