আমাদের কথা খুঁজে নিন

   

গুটি কয়েক কবিতিকা................

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

এক)) প্রভাতে সূর্য দেখতে পেল না দুচোখ ঘুম আমায় প্রভাত ছাড়িয়ে নিয়ে গেল বহু দূর বালুতীরে যৌবন প্রভায় প্রেমিকার মুখ দেখতে পেল না দুচোখ ব্যস্ততা আমার যৌবন প্রভাত ছেড়ে চলে এল শূন্যতায় বহু দূরে। দুই)) বিশ্বাস করিনা আপ্তবাক্য যত তার সব মনীষীরা বলেছেন যার যার পারিপাশ্বর্িকতায় প্রবাদ যুগে যুগে সমাজের দেহে গজিয়ে ওঠা শ্যাওলা কখনও ভীষণ পুষ্টি যোগায় কখনও আবার হয় ওঠে অনুপোযোগী নোংরা পরগাছা। তাই 'নারী সে তো ছলনাময়ী'--- ও কথা বিশ্বাস করিনি, কিন্তু ও প্রবচনই আজ জন্মেছে আমাতে হয়ে নোংরা পরগাছা। তিন)) মাতৃজঠরে ছিল ভীষণ জন্মের তরে অপেক্ষা, ভুবনের বাতাস গায়ে লাগতেই চেপে ধরে অপেক্ষা অনিবার্য মৃত্যুর । এরপর একদিন করে সময় এগোয় আর নতুন নতুন সব চাহিদা পূরনে বাড়তেই থাকে অপেক্ষা অপেক্ষার প্রতিটি পর্ব সমাপ্তির পায়তারায় নেয়া হয় ভাল কিংবা মন্দ দীক্ষা কিন্তু অনিবার্য মৃত্যুর অপেক্ষা সমাপ্তির জন্য কি আমাদের আছে কোন আয়োজন? চার)) তুমি সেই যে আমাকে মিথ্যে বলনি, বলনি সত্যও। তুমি সেই যে ভালবাসনি, করনি ঘৃণাও। তুমি ধ্রুমজালের একাগ্র শিল্পী, শিল্পকলা ভালবাসি ভীষণ, তাকিয়ে থাকি তোমার চারপাশে চারু ধুম্র কুয়াশায়, তুমি গ্রীক কোন উপহাসের দেবীর মত হাস কেন তখন আমার চেয়ে থাকা উদাসিনতায়? 28শে আগষ্ট, সকাল এ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।